• ঢাকা
  • শুক্রবার, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে শোভাযাত্রা ও পূজা-অর্চনার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৬ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৩১ পিএম;
ফুলবাড়ীতে শোভাযাত্রা ও পূজা-অর্চনার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
ফুলবাড়ীতে শোভাযাত্রা ও পূজা-অর্চনার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত


প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে স্থানীয় মন্দির ও গৃহে পূজা-অর্চনা, আরাধনা ও ভক্তিমূলক আয়োজন অনুষ্ঠিত হয়।.

 .


উপলক্ষ্যে সকাল ১১টায় শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।.


ঢাক-ঢোল, করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ সব বয়সী ভক্তরা অংশ নেন।.


শোভাযাত্রায় অংশ নেন শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শ্রী মনোজ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক শ্রী মনোজ কুমার সাহা টুনটুন, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মো. মনিক মন্ডল, কোষাধ্যক্ষ শ্রী উজ্জ্বল গুপ্ত, শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক সম্ভু প্রসাদ গুপ্ত, উপজেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি শ্রী শিবায়ন চক্রবর্তী, ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের সহসভাপতি সহকারী অধ্যাপক শ্রী ধীরেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক শ্রী রতন চক্রবর্তী প্রমুখ। .

 . .

ডে-নাইট-নিউজ /

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ