• ঢাকা
  • মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নীলফামারীতে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় জেলা পরিষদের সাবেক সদস্য সাজু গ্রেপ্তার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৫১ পিএম;
নীলফামারীতে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় জেলা পরিষদের সাবেক সদস্য সাজু গ্রেপ্তার
নীলফামারীতে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় জেলা পরিষদের সাবেক সদস্য সাজু গ্রেপ্তার

জেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৩ নং ইউপি সদস্য আব্দুল খালেককে ইউপি ভবনের ভিতরে মারধরের ঘটনায় নীলফামারী জেলা পরিষদের সাবেক সদস্য আতাউর রহমান সাজুকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় অবস্থিত সাজুর নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। সাজু জোড়াবাড়ী মাঝাপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় ৫ ডিসেম্বর রাতে ইউপি সদস্য আব্দুল খালেক বাদী হয়ে সাজুকে প্রধান আসামী করে  ৪জনের নামে থানায় মামলা করেন।.

মামলার বিবরনে ইউপি সদস্য আব্দুল খালেক জানান, জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে আতাউর রহমান সাজু সদস্য পদে নির্বাচনে দাড়ালে তার পক্ষে আমাদের নির্বাচনী প্রচারণা চালাতে বলে সে। আমরা তার পক্ষে নির্বাচনী প্রচারনা না চালালে সাজু আমাদের ইউপির সকল সদস্যদের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়।.

এরেই ধারাবাহিকতায় ৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে আমি ইউপি ভবনে প্রবেশ করলে সাজু ও তার লোকজন ইউপি ভবনে গিয়ে আমাকে মারধর ও আমার প্যান্টের ভিতর থাকা জমি রেজিষ্ট্রির জন্য রাখা  টাকা চুরি করে। এ সময় গুরুতর আহত অবস্থায় ইউপি সদস্যরা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।.

ইউপি চেয়ারম্যান সাখওয়াত হাবীব বাবু ইউপি সদস্য খালেককে ইউপি ভবনের ভিতর মারধরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৫ ডিসেম্বর থানায় মামলা করা হয়েছে। .

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী মামলা ও মামলার প্রধান আসামী সাবেক জেলা পরিষদ সদস্য আতাউর রহমান সাজুকে গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে তাকে আাদালতে প্রেরণ করা হয়েছে।.

.

ডে-নাইট-নিউজ / মোঃ সুজন ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ