• ঢাকা
  • শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে দূর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:০৯ পিএম;
ঝিনাইদহে দূর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর
ঝিনাইদহে দূর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের সার্বজনিন পূজা মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে এই ভাংচুরের ঘটনা ঘটে। কে বা কারা এই ভাংচুরের সঙ্গে জড়িত তা কেউ বলতে পারছে না। গ্রামবাসি বলছেন, মন্দিরে দূর্গা মূর্তি ব্যাতীত কার্তিক, গনেশ, স্বরসতী ও লক্ষী প্রতিমার মাথার অংশ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। কালীতলা সার্বজনিন দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন কুমার বিশ্বাস জানান প্রতিমার তৈরীর প্রথম থেকেই গ্রামবাসীর পক্ষে কিছু সেচ্ছাসেবক মধ্যরাত পর্যন্ত মন্দির পাহারা দিয়ে রাখতো। সোমবার রাত সাড়ে ১১ টার পরে তারা রাতের খাবার খেতে বাড়ি চলে যায়। ফিরে এসে দেখে মন্দিরে বেশির ভাগ প্রতিমার মঅথার অংশসহ শরীরের বিভিন্ন অংশ ভাংচুর করা হয়েছে। জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস জানান, রাতের আধারে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে কারা এর সাথে জড়িত আমরা জানতে পারিনি। এ ঘটনার নিন্দা  জানিয়ে তিনি বলেন  এই ঘটনার সাথে জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে শাস্তি দাবী করেন। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান,  পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেরছে। দ্রæতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।.

.

ডে-নাইট-নিউজ /

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ