• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৩১ পিএম;
জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব
জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। টানা ৫ দিন পূজা-অর্চনা শেষে দশমীর দিন মন্ডপে মন্ডপে সিঁদুর খেলা শেষে বিজয়া শোভাযাত্রার মধ্যে দিয়ে নেচে গেয়ে বিভিন্ন স্থান থেকে সন্ধ্যায় প্রতিমা নিয়ে আসা হয় ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাটে। এরপর ঘাটে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে ধর্মীয় রীতি মেনে বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাকে। এসময় ঢাক-ঢোল আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ঘাট প্রাঙ্গন।.

 .

 .

বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার, সাধারণ সম্পাদক স্বপন কুমার প্রমুখ।.

 .

 .

জয়পুরহাট জেলায় এবার ২৯৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর ছিল সেনাবাহিনী, পুলিশ-প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।. .

ডে-নাইট-নিউজ /

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ