• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জয়পুরহাটে জমির বিরোধে বাবার পর প্রাণ গেল ছেলের


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫৮ পিএম;
জয়পুরহাটে জমির বিরোধে বাবার পর প্রাণ গেল ছেলের
জয়পুরহাটে জমির বিরোধে বাবার পর প্রাণ গেল ছেলের

জয়পুরহাটের ক্ষেতলালে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে মিলন মন্ডল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে  বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তার মৃত্যু হয়।.

নিহত মিলন মন্ডল উপজেলার ইকর গাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার মন্ডলের ছেলে। .

নিহতের বড় ভাই বাবু মন্ডল জানান, বসতভিটার মাত্র ১ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল প্রতিবেশী আব্দুল কাদের, শহিদুল ও আফজাল হোসেনসহ ৬ জনের সঙ্গে। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য শালিস হলেও তাতে সমাধান হয়নি।.

সবশেষ ৩০ জানুয়ারি সকাল ৯টার দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আফজাল হোসেনের নেতৃত্বে অব্দুল কাদের ও শহিদুল ইসলাম বাবু মন্ডলকে লাঠি নিয়ে ধাওয়া করেন। এ সময় তার ছোট ভাই মিলন মন্ডল তাকে বাঁচাতে গেলে তারা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে।.

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। আজ সকাল ৯টার দিকে সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়।.

এদিকে মিলন মন্ডলের মৃত্যুতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে গ্রামে বিক্ষোভ করেছেন পরিবারের সদস্য, স্বজন  ও এলাকাবাসী। এ সময় তারা বলেন, শুধু মাত্র জমি সংক্রান্ত বিরোধের জেরেই ২০ বছর আগে তার বাবা আব্দুস সাত্তার মন্ডলকেও তারা খুন করে।.

এ বিষয়ে ক্ষেতলাল থানার ওসি রাজিবুল ইসলাম জানান, ঘটনাটি সকালে শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ