• ঢাকা
  • সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

চোর চক্রের সক্রিয় ০৪ সদস্য গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৪ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৪৫ পিএম;
চোর চক্রের সক্রিয় ০৪ সদস্য গ্রেফতার
চোর চক্রের সক্রিয় ০৪ সদস্য গ্রেফতার

অদ্য ২৪/০২/২০২৪খ্রিঃ তারিখ ভোর ০৪.৩০ ঘটিকার সময় সংবাদ পাওয়া যায় যে, সরাইল থানাধীন ইসলামাবাদ (গোগদ) জাঙ্গারপাড়া ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে ব্রিজ এর পার্শ্বে সংঘবদ্ধ ট্রান্সমিটার চোর চক্রের ০৪ সদস্য পিডিবি’র গ্রাহকদের নিকট বসানো ট্রান্সমিটার চুরি করে ট্রান্সমিটারের ভিতরের কয়েল, ব্যবহৃত মূল্যবান ধাতব তামার ক্যাবল ও ট্রান্সমিটার এর মুল্যবান জিনিসপত্র খূলিতেছে দেখিয়া জনসাধারনের সন্দেহ হইলে তাহারা ঘটনাস্থল হইতে ১। মোঃ তারেক (২৮),পিতা- মৃত মোগল মিয়া, সাং-নিজ সরাইল থানাঃ-সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া। ২। মোঃ শিপন মিয়া (৩৮) পিতা- আবুল উদ্দিন, সাং-ধামাউড়া, থানা -সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ৩। মোঃ সাদেক মিয়া(৩৮),পিতা- মৃত চান মিয়া, সাং ঘুজিয়াখাইল, পোঃ- চাতলপাড়, থানা- নাসিরনগর, জেলা –ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে- খাটিহাতা, বিশ্বরোড আকবর মিয়ার কলোনীর ভাড়াটিয়া, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৪। মোঃ হারিছ মিয়া(৫০),পিতাঃ শওকত আলী, সাং-অরুয়াইল, ২নং ওয়ার্ড, থানাঃ-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদের আটক করে।.

 .

উক্ত সংবাদ অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমরানুল ইসলাম প্রাপ্ত হওয়ার সরাইল থানা হইতে এসআই(নিঃ)/মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল সরাইল থানাধীন ইসলামাবাদ (গোগদ) জাঙ্গারপাড়া ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে ব্রিজ এর পার্শ্বে উপস্থিত হয়ে ট্রান্সমিটার চুরির আলামত (১) ০৩টি পিতলের কানেক্টর বিশিষ্ট L.T, যাহার সাথে তামার তার সংযুক্ত, (২) ১১(এগারো)টি H.T তামার কয়েল, যাহার ওজন অনুমান ৫২ কেজি, (০৩) ০৪(চার)টি লোহার এ্যাংগেল, যাহার ওজন ৩৮ কেজি, (৪) পাইব ও বাশেঁর হুক, (৫) ০৮(আট) ইঞ্চি লম্বা একটি স্টিলের রেঞ্জসহ আসামীদের আটক করতঃ পুলিশ হেফাজতে গ্রহন করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করা হইতেছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইতেছে।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ