• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

এক যুগ পর


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২১ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৮:২৮ পিএম;
এক যুগ পর
এক যুগ পর

এক যুগ পর।.

মাহফুজ রেজা.

*********.

কেমন আছ? মোটামুটি.

বাচ্চা ক' টি - এই তো দু' টি।.

তুমি কেমন? আছি তো বেশ।.

কাটছে না তো দুঃখের রেশ।.

বৌ কেমন? সবার যেমন।.

এখনও সেই হেয়ালী?.

জান তো একটু খেয়ালী।.

বাবার কি হাল,মা কেমন?.

বাবা গত,মা তেমন।.

আমার কথা কয় কি কিছু?.

করে বিলাপ,স্মরে পিছু।.

দোষ ছিল কার?.

অতীত কেন টানছ আবার?.

আচ্ছা,তোমার ব্যকপেইন?.

সেরেছিল,আসছে এগেইন।.

বলেছিলে,বিদেশ যাবে.

উন্নত চিকিৎসা নিবে?.

হওনি যাওয়া,অবহেলা.

জীবন নিয়ে এখনো খেলা?.

থাক না ও সব,অন্য কিছু?.

বলব কি আর,টানছে পিছু।.

সাহেব তোমার কেমন মানুষ?.

বাহির তো ফিট,ভেতর ফানুস।.

তোমার কেয়ার লয় তো ঠিক?.

ছুটছে নিজে দ্বিকবিদিক।.

আচ্ছা রাখি,অনেক হল.

এবার সত্যি কথা বল?.

শুনছি তুমি একাই আছ?.

ভুল শুনেছ,তুমিই আছ।.

---- রেজা।.

.

ডে-নাইট-নিউজ / মাহফুজ রেজা

সম্পাদকীয় বিভাগের জনপ্রিয় সংবাদ