• ঢাকা
  • বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আমরা বাঙালিরা কোনদিনও সংশোধন হবো না


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:২১ এএম;
আমরা বাঙালিরা, কোনদিনও সংশোধন , হবো না
আমরা বাঙালিরা কোনদিনও সংশোধন হবো না

আমরা বাঙালিরা কোনদিনও সংশোধিত হবো না কারণ বেইমানি হারামি অমানুষী আমাদের রক্তের সাথে মিশে আছে আর সেগুলো আপনাদের সন্তানদের শরীরের প্রবাহিত হয়ে সন্তানরাও অমানুষ হয়ে উঠছে।  এ-ই জাতির ধংস নির্ধারিত করুক আল্লাহ, আমরা ধংস না হলে পৃথিবী অসুন্দর থেকে যাবে।.

 .

গতকাল নাকি এই জাতি বিমান দূর্ঘটনার জায়গায়,  কিছু দোকানি ২ লিটার ঠান্ডা পানির দাম ৬০০/- সিএনজি ড্রাইভার ভাড়া চেয়েছে ২০০০/- রিকসাওয়ালা ভাড়া ৫০০-১০০০/-, ঔষধের দোকানী ঔষধের দাম ৫-৭ গুন বাড়িয়েছে,  একজন রক্ত দিতে গেলে তাকে নিষিদ্ধ দলের কর্মী বলে মারধর করছে,  আরেক নেতাকে দেখলাম হাজার হাজার কর্মী নিয়ে রোগী দেখতে গেছে।  সেনাবাহিনী মৃত লাশ গুলো লুকাচ্ছে, সাংবাদিক ভাইয়েরা শত চেষ্টা করেও তথ্য সংগ্রহ করতে পারছে না, বাধা দিচ্ছে। .

 .

এতো গুলো কোমল মতি শিশুর মৃত্যু মানে এটা আমাদের পাপের অভিশাপ,  সৃষ্টি কর্তার পক্ষ থেকে হাদিয়া কারণ আমরা গত এক বছরে  হাজার হাজার মানুষকে পিটিয়ে হত্য করেছি,  সেগুলো দেখে আমরা উল্লাস করেছি তাই দেশের ১৭/১৮ কোটি মানুষকে একসাথে আল্লাহতালা একটু কাঁদাল।.

" সাদিক সাকাফি ". .

ডে-নাইট-নিউজ /

সম্পাদকীয় বিভাগের জনপ্রিয় সংবাদ