 
             
			
           
 ঝিনাইদহে জোর করে অবৈধভাবে জমি দখলের অভিযোগ করেছেন মোছাঃ আনোয়ারা বেগম নামে এক নারী। এ নিয়ে নালিশী জমির উপর আদালত ১৪৪ ধারা জারী করলেও প্রতিপক্ষরা মানছেন না। জোর করে তারা জমিতে চাষ দিয়ে দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ঝিনাইদহ শহরের পূর্ব কাঞ্চননগর এলাকার এইচএসএস সড়কের একেএম ফয়জুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম। আদালত ও পুলিশ সুত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ১৫৯ নং পবহাটী মৌজার খারিজ ১৪০৯, হোল্ডিং ৪৪৮১, এসএ ১৭৮৭ নং দাগে ১৯ শতক জমির মধ্যে ৪.৩৪ শতক জমি মোছাঃ আনোয়ারা বেগম রেকর্ড মূলে মালিক হয়। এরপর জমিটির দির্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন তিনি। আনোয়ারার মালিকানাধীন জমি প্রতিবেশী আনারুল বিশ^াস, আনিচুর রহমান, সাফিয়ার রহমান, আতিয়ার রহমান, সুমন মোল্ল্যা ও মোঃ রাজন আলী জমিটি তাদের দাবি করে জোরপূর্বক ভোগ দখলের পাঁয়তারা করতে থাকেন। বিষয়টি নিয়ে আদালত যায় আনোয়ারা বেগম। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আদালত সমাধান না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জমিতে যাওয়া থেকে বিরত রাখার জন্য নির্দেশ জারি করে। কিন্তু ১৫ আগষ্ট অফিস বন্ধের দিন ভোরে আনারুল বিশ^াস, আনিচুর রহমান, সাফিয়ার রহমান ও আতিয়ার রহমান জমিটি ট্রাক্টর দিয়ে চাষ করে গাছ লাগিয়ে দখল করেন। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদ হোসেন জানান, জমিটি নিয়ে আগেই আদালত ১৪৪ ধারা জারি করেছিল। সর্বশেষ এক পক্ষের জোর করে দখল নেওয়ার বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। এখন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।.
. .
ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান
.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									
আপনার মতামত লিখুন: