• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কর্মশালা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:০৭ পিএম;
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কর্মশালা
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কর্মশালা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণি চিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদের উদ্যোগে এবং আন্তর্জাতিক গবেষণা ও প্রশিক্ষণ নেটওয়ার্ক (এএমএমনেট) বাংলাদেশ চ্যাপ্টার, এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে শুক্রবার (২১ নভেম্বর) এবং শনিবার (২২ নভেম্বর) দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো “এএমএমনেট ইনসাইট: হবিগঞ্জ ইভেন্ট” শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা। কর্মশালায় দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষক, গবেষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞবৃন্দ এবং গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. মোখলিছুর রহমান, ডেপুটি সিভিল সার্জন, হবিগঞ্জ এবং ড. মো. হাসানুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র। কর্মশালার মূল বক্তা ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিভারপুলের খ্যাতিমান গবেষক প্রফেসর ড. মার্ক ভিনি, যিনি ম্যালেরিয়া জীববিজ্ঞান, মডেলিং এবং আধুনিক গবেষণা পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।.

 .

সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডা. মোঃ শামীম উদ্দীন, প্রভাষক, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ড. তিলক চন্দ্র নাথ, সহযোগী অধ্যাপক ও সমন্বয়ক, এএমএমনেট বাংলাদেশ চ্যাপ্টার। দুই দিনের কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনায় দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ড. রুবাইয়াত এন আখন্দ (সিকৃবি), সহযোগী অধ্যাপক ড. তিলক চন্দ্র নাথ (সিকৃবি), সব্যসাচী নিলয় (বাকৃবি), রেদোয়ান রাকিব (সিকৃবি) এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান। কর্মশালায় অংশগ্রহণকারীরা ম্যালেরিয়া মডেলিং, পরজীবীবিজ্ঞান, বায়োইনফরমেটিক্স, ভৌগলিক তথ্য ব্যবস্থা এবং তথ্য বিশ্লেষণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে। অংশগ্রহণকারীদের মতে, এই কর্মশালা জনস্বাস্থ্য গবেষণা, রোগতাত্ত্বিক বিশ্লেষণ এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রমে তাদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার বক্তব্যে, অ্যাপ্লায়েড ম্যালেরিয়া মডেলিং নেটওয়ার্ক (এএমএমনেট) বাংলাদেশ চ্যাপ্টার এবং প্রাণি চিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদ ও সংশ্লিষ্ট সকলকে সফলভাবে কর্মশালাটি আয়োজন করার জন্য অভিনন্দন জানান। তিনি আরো বলেন কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান অংশগ্রহণকারীদের জনস্বাস্থ্য গবেষণা এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাপনী বক্তব্যে অতিথিবৃন্দ আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ সম্প্রসারণ এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণে দক্ষ জনবল তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানের সমাপনী অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে শেষ করা হয়।.

জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়. .

ডে-নাইট-নিউজ /

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ