 
             
			
           
 লক্ষীপুরের রামগতিতে সাধারণত হেফজ বিভাগের একজন শিক্ষার্থীকে পুরো পবিত্র কোরআন মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে ৮ বছর বয়সী মোহাম্মদ ওমর ফারুক একটু ব্যতিক্রম, মাত্র ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করেছে সে; যা রীতিমতো অবাক করেছে তার শিক্ষক ও অভিভাবকদের।.
.
জানা গেছে, মোহাম্মদ ওমর ফারুক ২০২৩ সালের সেপ্টেম্বর কোরআন মুখস্থ করা শুরু করে। পরে ৮ মাসেই তা শেষ করে বিস্ময়কর এই প্রতিভাধারী। মুহাম্মদ ওমরের ফারুকের শিক্ষকরা জানান, মোহাম্মদ ওমর ফারুক প্রথমে দুই থেকে তিন পৃষ্ঠা থেকে সবক দেওয়া শুরু করে। এরপর কখনো পাঁচ পৃষ্ঠা আবার কখনো ১০ পৃষ্ঠা করে সবক দিত।.
.
তারা আরও জানান, সবাই যখন বিকেলে খেলাধুলা করত, তখন রুমে বসেই পড়ত মোহাম্মদ ওমর ফারুক । যেদিন হাফেজ হয়, সেদিন যথারীতি তাকে পড়তে দেখেন তারা।.
.
.
বিস্ময়কর ও প্রখর মেধাবী এই মোহাম্মদ ওমর ফারুক রামগতি উপজেলার আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে রামগতি উপজেলার জিয়া উদ্দিন (রানার) ছেলে।.
.
হাফেজ মুহাম্মদ ওমর জানায়, ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করতে পেরে নিজেও খুশি এবং বড় হয়ে অনেক বড় আলেম হতে চায় সে।.
.
মুহাম্মদ ওরর ফারুকের বাবা জিয়া উদ্দিন সময়ে আলো বলেন, আমি একজন ব্যবসায়ী। আমার মায়ের (মুহাম্মদ ওমরের) অনেক আসা ছিল হাফেজ হওয়ার। সেই ইচ্ছা সে পূরণ করেছে। তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি ছেলের শিক্ষকদের প্রতি।.
.
মাদ্রাসার পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন জামিল কালবেলাকে বলেন, আল্লাহপাক কবুল করেছেন বলেই মাত্র ৮ মাসে পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে মুহাম্মদ ওমর ফারুক। এত অল্প সময় কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এটি মাদ্রাসার জন্যও গর্বের।.
.
.
.
ডে-নাইট-নিউজ / (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি) :
.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									
আপনার মতামত লিখুন: