মো. ফয়েজ, কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে মামলা উপেক্ষা করে রাতের অন্ধকারে প্রবাসির জমি দখলের চেষ্টার অভিযোগ উঠে স্থানীয় আলি হোসেন নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। .
.
উপজেলা চর লরেন্স ইউনিয়ন ৫নং ওয়ার্ডে প্রবাসি নুর হোসেনের পৈত্তিক সম্পত্তি ১৩ শতাংশ জমি দীর্ঘদিন থেকে নিজের কব্জায় নিতে মরিয়া হয়ে উঠেন একাধিক অভিযোগে বিতর্কিত সাবেক উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর আলি হোসেন। .
.
গত কিছু দিন পূর্বে এই জমি দখল নিতে আসায় প্রবাসির স্ত্রী বাঁধা দিলে তাকে ব্যাপক মারধর করে আহত অবস্থায় ফেলে যায়। তখন আহত নাজমা বাদী হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করলে উক্ত মামলায় অভিযুক্ত আলি হোসেন দীর্ঘদিন জেল হাজতে থাকেন। জেল থেকে মুক্তি পেয়ে আবার জমি দখলে মরিয়া হয়ে পড়েন তিনি। .
এছাড়াও এই জমি নিয়ে আদালতে ১৪৪ধারায় একটি মামলা রয়েছে। মামলার প্রতিবেদন পক্ষে নেওয়ার জন্য গত ১২ জানুয়ারি রাতে ট্রাক্টর নিয়ে হালচাষ দিতে গেলে স্থানীয়দের তোপের মুখে পড়ে পালিয়ে যায় তিনি। .
.
ভুক্তভোগী নাজমা বেগম জানান, আমার স্বামী তার বাবা ছফি উল্যাহ'র মালিকানা ও রেকডিও পৈত্তিক সম্পত্তি ভাগ বন্টনের পর চর লরেন্স মৌজার আরএস ১২১৯ নং খতিয়ানের ৬৩৩৪ নং দাগে আমরা দীর্ঘদিন ভোগদখল করে আসছি। হঠাৎ কিছু দিন পূর্বে থেকে আলি হোসেন জমিটি তার দাবিকরে আমাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। অবশেষে আদালত ১৪৪ ধারায় মামলা করে তদন্ত প্রতিবেদন তার পক্ষে নেওয়ার জন্য রাতের অন্ধকারে আমার দখলীয় জমিতে চাষ দেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যায়। .
.
অভিযুক্ত আলি হোসেনের কাছে এসব বিষয়ে জানতে চাইলে এই জমি দখলকেন্দ্রীক মারামারির মামলায় জেলে যাওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি। এবং তিনি আরো দাবি করেন উক্ত জমি তার ক্রয়কৃত সম্পত্তি।.
. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: