• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে দক্ষ ও টেকসই সমবায় গঠনে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:১৪ পিএম;
বিশ্বনাথে দক্ষ ও টেকসই সমবায় গঠনে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিশ্বনাথে দক্ষ ও টেকসই সমবায় গঠনে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:  দক্ষ সমবায়ী ও টেকসই সমবায় সমিতি গঠনের লক্ষ্যে এক দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিশ্বনাথে। বুধবার (১০ ডিসেম্বর) বিশ্বনাথস্থ এভারগ্রীণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।.

 .

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার। এছাড়াও আলোচনায় অংশ নেন সিলেট জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক মোঃ জামাল মিয়া, পরিদর্শক শাহনুর আক্তার এবং বিশ্বনাথ উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।.

 .

প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের পরিচালক শেখ হাসান মাহমুদ রিপন, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক ফুলরানী ভট্টাচার্য, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, সদস্য এস.এ. সাজু এবং সমবায় সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।.

 .

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সমবায় ব্যবস্থাপনা, আর্থিক স্বচ্ছতা, সদস্যদের অংশগ্রহণ এবং সমবায়ের টেকসই উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, সমবায় একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো, যা সঠিকভাবে পরিচালিত হলে সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ