বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের স্বনামধন্য অধ্যক্ষ রামপাশা গ্রামের বাসিন্দা বিশিষ্ট শালিস ব্যাক্তিত্ব ও হাজারো ছাত্র-ছাত্রীরদের প্রিয় শিক্ষক অধ্যক্ষ নেছার আহমদ ইন্তেকাল করেছেন।.
.
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১.১৮ মিনিটের সময় তিনি ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এর কিছু দিন পূর্বে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। .
.
অধ্যক্ষ নেছার আহমদ এর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ শুক্রবার ঢাকা থেকে তার মরদেহ বিশ্বনাথের রামপাশা গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের নিকটাত্মীয় মাস্টার হেকিম উদ্দিন। ২ কন্যা ও এক পুত্র সন্তানের জনক অধ্যক্ষ নেছার আহমদ এর জানাজার নামাজ আগামীকাল ৩১ জানুয়ারি শনিবার বাদ আছর রামপাশা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। .
.
তাঁর মৃত্যুতে ছাত্র ছাত্রী, সামাজিক সংগঠন, ব্যাক্তি ও রাজনৈতিক অঙ্গঁনের নেতাকর্মীদের শোক জ্ঞাপন অব্যাহত রয়েছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: