নাসির মাহমুদ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থীর সমর্থনে আয়োজিত বিশাল জনসভায় যোগ দিতে আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) কমলনগর আসছেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।.
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় কমলনগর উপজেলা পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী ও কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ।.
তারিখ: ১ ফেব্রুয়ারি, ২০২৬ (রোববার)।.
সময়: সকাল ১০টা।.
স্থান: কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুর মাঠ।.
সংবাদ সম্মেলনে মাওলানা খালেদ সাইফুল্লাহ জানান, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। তিনি হাতপাখা প্রতীকের প্রার্থীকে জনগণের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।.
নেতাকর্মীরা জানান, পীর সাহেব তাঁর বক্তব্যে রামগতি ও কমলনগর এলাকার স্থানীয় সমস্যা, সাধারণ মানুষের অধিকার, ছাত্র ও শ্রমজীবী মানুষের কল্যাণ এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে দলীয় ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরবেন। জনসভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় পর্যায়ের একঝাঁক শীর্ষ নেতাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।.
শনিবারের এই প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন:.
মাওলানা আব্দুর রহমান (সভাপতি, ইসলামী আন্দোলন, কমলনগর উপজেলা)।.
আব্দুজ জাহের আরিফী (কেন্দ্রীয় নেতা, যুব আন্দোলন)।.
মুফতী শরীফুল ইসলাম।.
মাওলানা মোস্তাফিজুর রহমান।.
মাওলানা আবুল বাসার।.
নির্বাচনী এই জনসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: