ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রকাশ্য ভাঙন দেখা দিয়েছে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিছিল করেছেন।.
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাজুল ইসলাম পৌর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের বিরুদ্ধে সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত তালা মার্কার স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজাউনুল হকের পক্ষে মিছিল করেন।.
বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ফুলবাড়ী উপজেলার সংলগ্ন গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোলচত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. শাহাজুল ইসলাম উপস্থিত নেতা-কর্মীদের তালা মার্কার প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: