
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩২৩ বোতল ফেন্সিডিল ও ১৪ কেজি গাঁজাসহ তিন চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা।গত রবিবার বিকেলে উপজেলার কাজিহাল ইউনিয়নের রসুলপুর বিওপির অধিনস্থ মেইন পিলার ৩০০ নং পিলারের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে পাচার করে নিয়ে আসার সময় রসুলপুর পলিপাড়া নামক স্থান থেকে ওই মাদকসহ তিন পাচারকারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা।.
এ ঘটনায় গত ররিবার রাতে ধৃত পাচারকারীসহ জব্দকৃত মাদক ফুলবাড়ী থানায় সোপর্দ করে বাদি হয়ে মাদক ও চোরাচালান বিরোধী আইনে মামলা রুজু করেন রসুলপুর বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার ময়েন উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আলমগীর কবীর।.
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে রসুলপুর বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার ময়েন উদ্দিনের নেতৃত্বে একদল বিজিবি সদস্যরা রসুলপুর বিওপির অধিনস্থ রসুলপুর পলিপাড়া কলাবাগান নামক স্থানে ওৎ পেতে চোরাকারবারীদের ধাওয়া করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টেড় পেয়ে চোকারবারীরা পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করে ও আরো ৮জন পালিয়ে যায়। পরে ধৃত তিনজন ও পলাতক ৮জনসহ ১১ জনের নামে মামলা রুজু করা হয়। এদিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, ধৃত আসামিদের সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
.
.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: