• ঢাকা
  • শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে প্রাণের চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ ও বীজ বিতরণ উদ্বোধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৪২ পিএম;
ফুলবাড়ীতে প্রাণের চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ ও বীজ বিতরণ উদ্বোধন
ফুলবাড়ীতে প্রাণের চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ ও বীজ বিতরণ উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্স এর উদ্যোগে চুক্তিবদ্ধ কৃষকদের ম‌ধ্যে আমন ধান সংগ্রহ ও বোরো ধানের বীজ বিতরণ  উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর ফ্যাক্টরীতে বীজ বিতরণ ও আমন ধান সংগ্রহ উদ্বোধন করা হয়।

ফুলবাড়ীস্থ প্রাণ বঙ্গ‌মিলার্স এর মহা-ব্যবস্থাপক জাকারিয়া  হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আমন ধান সংগ্রহ ও বোরো ধানের বীজ বিতরণ উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস মৃধা। এসময় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন, প্রাণ বিএমএল গ্রুপের কার্যনির্বাহী পরিচালক, মো.নাসের আহম্মেদ, প্রাণ বীজ,সার ও বালাইনাশক গ্রুপের পরিচালক  মো. শেখ ওয়ারেস উল হাবিব, প্রাণ ফুডের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সিকাদার,প্রাণের বিবিএল গ্রুপের পরিচালক কর্মকর্তা,এস এম মোস্তফা আফজাল বাবু।

প্রধান অতিথি প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস মৃধা বলেন, এবছর আমরা ২৭ মেট্রিকটন আমন ধান সংগ্রহ করবো। সরকার যদি অনুমোতি দেন তাহলে এই সংগ্রহকৃত ধান ও চাল আমরা বিভিন্ন দেশে রপ্তানি করবো।  এছাড়াও আমরা চুক্তিবদ্ধ ১ হাজার ৪৫০ একর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যে আজ আমাদের চুক্তিবদ্ধ কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সার বিতরন করছি।

.

ডে-নাইট-নিউজ /

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ