• ঢাকা
  • সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

টি-টোয়েন্টি থেকে অবসরের ক্ষণ জানালেন ওয়ার্নার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৪ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:০৪ পিএম;
টি-টোয়েন্টি থেকে অবসরের ক্ষণ জানালেন ওয়ার্নার
টি-টোয়েন্টি থেকে অবসরের ক্ষণ জানালেন ওয়ার্নার

আগেই বলে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বকাপের ফাইনালটাই অস্ট্রেলিয়ার হয়ে তার শেষ ওয়ানডে ম্যাচ। অজি ক্রিকেটের নির্ভরতার প্রতীক ওয়ার্নার এরপর বিদায় বলে দিয়েছেন টেস্ট ফরম্যাটকেও। চলতি বছরই শেষ হবে সেই অধ্যায়। মারকুটে ব্যাটার হিসেবে সারাবিশ্ব পরিচিত ওয়ার্নার। অজিদের হয়ে এখন খেলছেন শুধুমাত্র ওই টি-টোয়েন্টি ফরম্যাট।.

ব্যাট হাতে ওয়ার্নার এখনও ফুরিয়ে যাননি সেটার প্রমাণ দিলেন ওয়েস্টইন্ডিজের বিপক্ষে সিরিজে। গতকাল অস্ট্রেলিয়ার হেরে যাওয়া ম্যাচেও খেললেন ৮১ রানের এক অনবদ্য ইনিংস। এমনকি হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। .

তবে ওয়ার্নার জানালেন, দেশের মাটিতে আর কখনোই তাকে টি-টোয়েন্টি ম্যাচে দেখা যাবে না। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই অস্ট্রেলিয়ার জার্সি তুলে রাখবেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের শেষ সিরিজেও তিনি হয়েছেন সিরিজসেরা। তখনই জানালেন নিজের অবসর পরিকল্পনার কথা। .

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নারের কাছে জানতে চাওয়া হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি অবসর নেবেন কি না? উত্তরে এই ওপেনার বলেছেন, ‘হ্যাঁ, আমার ওখানেই শেষ। এখন তরুণদের মেলে ধরার সময়। আমাদের প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে।’.

আরেক অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট জানতে চেয়েছিলেন এটাই কি তবে নিজ দেশে ওয়ার্নারের শেষ ম্যাচ? উত্তরে ওয়ার্নার জানালেন, অবশ্যই। নিজের পরবর্তী পরিকল্পনা প্রকাশ করলেন এরপরেই, ‘নিউজিল্যান্ড সিরিজের পর আইপিএলে খেলব এবং তারপর ক্যারিবিয়ানে যাব বিশ্বকাপে খেলতে।’.

ওয়ার্নার আগেই ওয়ানডে আর টেস্টে বিদায় বলে দিয়েছিলেন। তবে সেই বিদায়েও রেখেছেন ফেরার আভাস। জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রয়োজন হলে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার ফিরে আসবেন তিনি। . .

ডে-নাইট-নিউজ /

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ