.
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পুটিমারি আউলিয়া মাদ্রাসায় রাতের আঁধারে গোপনে নিয়োগ পরীক্ষা আয়োজনের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নাইটগার্ড পদের এই বিতর্কিত পরীক্ষা চলাকালীন স্থানীয়রা মাদ্রাসা ঘেরাও করে সুপার ও ডিজির প্রতিনিধি পরিচয় দেওয়া এক নারীকে অবরুদ্ধ করে রাখেন। এলাকাবাসীর অভিযোগ, সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে গোপনে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতেই এই আয়োজন করা হয়েছিল।.
.
প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও কক্ষে মাত্র তিনজনকে পাওয়া যায়। ডিজির প্রতিনিধি পরিচয় দেওয়া ওই নারী একটি ব্যক্তিগত গাড়িতে পরিবারসহ সন্ধ্যার পর মাদ্রাসায় উপস্থিত হলে স্থানীয়দের মনে সন্দেহের দানা বাঁধে। মাদ্রাসা সুপার রুহুল আমিন বিলম্বে পরীক্ষা শুরুর কথা স্বীকার করলেও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। ফুলহরি ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, দিনের পরীক্ষা রাতে নেওয়ার খবর জানাজানি হলে গ্রামবাসী মাদ্রাসায় জড়ো হয়ে তা বন্ধ করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যায়। বর্তমানে ওই এলাকায় এ নিয়ে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: