কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে এলজিইডি'র উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদের ৩৩লক্ষাধিক টাকার প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতি বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নিউজ প্রকাশিত হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৪ই ডিসেম্বর) ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. ইকরামুল হক। তদন্তে লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরীকে .
আহ্বায়ক এবং এলজিইডি লক্ষ্মীপুর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী মোস্তাফা মিনহাজ সদস্য সচিব ও এলজিইডি নোয়াখালী নির্বাহী প্রকৌশলীর কার্যালয়েী সহকারী প্রকৌশলী ফেরদৌস আলমকে .
সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। এর আগে গত ১৩ই নভেম্বর দৈনিক মানবজমিন ও ১৪ই নভেম্বর দৈনিক জনকণ্ঠ, আজকের পত্রিকা ও খোলাকাগজে অনিয়মের নিউজ প্রকাশিত হলে লক্ষ্মীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একরামুল হক আবদুল কাদের মুজাহিদকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেন।.
.
.
এ বিষয়ে তদন্ত কমিটির আহবায়ক ও এলজিইডি লক্ষ্মীপুর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ এর বিভিন্ন অনিয়ম তদন্তের জন্য একটি চিঠি পেয়েছি। আমরা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করার চেষ্টা করছি। .
প্রসঙ্গত, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থ বছরের কমলনগর উপজেলায় ৬টি প্রকল্পে আরএফকিউ ও পিআইসির মাধ্যমে ৩৩লাখ ৫০ হাজার টাকা অনুমোদন করেন উপজেলা পরিষদ। প্রকল্পগুলো হলো-চরমাটিন ইউনিয়নের বলিরপুল সড়কে ২টি কালভার্ট নির্মাণ এবং সড়ক সংস্কারের বরাদ্দ ১৩ লাখ টাকা, তোরাবগঞ্জ সড়ক ও ড্রেন সংস্কার বরাদ্দ ৬লাখ টাকা, উপজেলা পরিষদের গ্রেজেটেট নন গ্রেজেটেট কোয়ার্টার ও অন্যান্য সংস্কার বরাদ্দ ৫লাখ টাকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট সংস্কারে বরাদ্দ ৪ লাখ টাকা ও হাজিরহাট দক্ষিণ বাজার ড্রেন সংস্কারে, বরাদ্দ ৩লাখ পঞ্চাশ হাজার টাকা। কিন্তু সব প্রকল্পেই নয়ছয় করে বিশিরভাগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। .
. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: