• ঢাকা
  • সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

একজন মঈন  চৌধুরী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৪ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:৪৭ পিএম;
একজন মঈন  চৌধুরী
একজন মঈন  চৌধুরী

মইন উদ্দিন  চৌধুরী,  এটরনী মইন চৌধুরী নামে যিনি ব্যাপক পরিচিত আমেরিকার নিউইয়র্ক  শহরে।  বাংলাদেশের হবিগঞ্জ জেলার কৃতি সন্তান মহিন চৌধুরী অত্যন্ত দক্ষতার সাথে আমেরিকায় নিউইয়র্ক সহ সকল রাজ্যে  এক্সিডেন্টাল ও আজাইলাম সহ  সকল ধরনের ইমিগ্রেশন নিয়ে কাজ করেন। জ্যাকশন হাইটসের তার অফিসে বাঙালি সহ সকল দেশের ইমিগ্রান্ট প্রার্থীদের পদচারণায়  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখরিত থাকে। ইমিগ্রান্ট প্রার্থীদের নির্ভরযোগ্য আশ্রয়স্থলের নাম মইনুদ্দিন চৌধুরীর জ্যাকসন হাইটস এর এই অফিসটি। তিনি দীর্ঘ ২৫ বছর যাবত সকল ইমিগ্রাউন্ড প্রার্থীদের অত্যন্ত দক্ষতা, সফলতা ও বিশ্বস্ততার সাথে  সেবা দিয়ে আসছেন। নিউইয়র্কের যেকোনো অনুষ্ঠানে তার বিশ্বস্ততার ও গ্রহণযোগ্যতার জন্য তিনি প্রতিটি অনুষ্ঠানের মধ্য মনি হয়ে থাকেন। তিনি নিউইয়র্ক সুপ্রিম কোর্টের বারের  একজন সম্মানিত সদস্য এবং ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার। তিনি অত্যন্ত যত্নের সাথে প্রতিটি কেস হ্যান্ডেল করেন এবং তার সফলতার হার ঈর্ষণীয়। তার অফিসে মানুষের  সমাগম দেখে বোঝা যায় মানুষের ভিতরে তার  গ্রহণযোগ্যতা কতটুকু। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।.

তবে তার সাথে যোগাযোগ করার জন্য অগ্রিম এপয়েন্টমেন্ট নিশ্চিত করে আসতে হবে তা না হলে আপনাকে তার চেম্বারে দীর্ঘ  সময় অপেক্ষা করতে হবে। .

তার সাথে যোগাযোগের ঠিকানা : 37-11-74, 2nd Floor, Jackson Heights, New York, USA, .

Phone: 917-282-9356.

Email: [email protected]..

.

ডে-নাইট-নিউজ / মোঃ রেজাউল করিম, নিউইয়র্ক প্রতিনিধি

সম্পাদকীয় বিভাগের জনপ্রিয় সংবাদ