 
             
			
           
 আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত বিশেষ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক মীর মো. আল কামাহ্ তমাল।.
    এতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ বীর খোলাহাটি ক্যান্টনমেন্টের লেফটেন্যান্ট রাসেল চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভা প্রশাসক মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা শাফিউল ইসলাম, ফুলবাড়ী ২৯ বিজিবির নায়েব সুবেদার নুরুল হুদা, ফুলবাড়ী ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্ল্যাহ আল মাহমুদ, আনসার ভিডিপির প্রশিক্ষক সুশান্ত সরকার, উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহা, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয়প্রকাশ গুপ্তসহ উপজেলা বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি, সম্পাদক প্রমুখ বক্তব্য রাখেন।.
    শেষে উপজেলার ৫৮টি পূজা ম-প কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ম-প প্রতি বরাদ্দের ৫০০ কেজি চালের ডিও তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক মীর মো. আল কামাহ্ তমাল।.
    সভায় উপজেলার ৫৮টি দুর্গা পূজা ম-প কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফুলবাড়ী উপজেলার ৫৮টি পূজা ম-পে এবার পূজো অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে সবধরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। কাউকে সন্দেহভাজন মনে হলে তাকে তল্লাশি চালাবে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও কঠোরভাবে প্রতিহত করা হবে। ফুলবাড়ীতে পূর্বেও কোনো সহিংসতার ঘটনা নেই এবারো কেনো সহিংসতা কিংবা বিশৃঙ্খলা হবে না আশ্বাস প্রদান করেন প্রশাসন, সেনাবাহিনীসহ পুলিশ কর্মকর্তারা। 
 .
.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									
আপনার মতামত লিখুন: