
লক্ষ্মীপুর প্রতিনিধি : ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রেক্ষিতে ৭ দফা বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে আন্দোলনের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।.
.
সোমবার (২৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, লক্ষ্মীপুর ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন ও লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ব্যানারে এ আয়োজন করা হয়।.
.
এসময় বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সামছুল আলম, শিক্ষা ও প্রকৌশল সম্পাদক ফারুক হোসেন, ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহবায়ক আরিফ হোসেন সোহেল ও সদস্য সাহেদুর রহমান রাফি প্রমুখ।.
.
বক্তারা প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভাগ করে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র নির্ধারণ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ও মানোটেকনিক ইনস্টিটিউট হতে উত্তীর্ণ ৪ বছর মেয়াদি (সার্ভেয়িংসহ সকল টেকনোলজি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণের জন্য সংরক্ষণ অবহ্যাত রাখাসহ ৭ দফা দাবি উপস্থাপন করেন।.
.
বক্তারা আরও বলেন, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মীমাংসিত বিষয় নিয়ে নতুন করে আন্দোলন করছে। তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ডিব্বা ইঞ্জিনিয়ার বলে। চাকরিতে দশম গ্রেডে অংশ নিতে চাচ্ছে। এসবের কারন, তাদের অদক্ষতা। ওনারা জে.এস.সি এবং এস.এস.সিতে অটোপাস করেছেন। এখন বিসিএসে উত্তীর্ণ হতে পারছেন না। তাই আসছেন ডিপ্লোমা শিক্ষার্থীদের নির্ধারিত দশম গ্রেডে চাকরি করতে। এটা লজ্জা লজ্জা। .
আরও বলেন, ওনারা শাহবাগ দখল করার হুমকি দেয়। কিন্তু তারা জানেনা, অধিকার আদায়ে আমরাও দেশের সকল জেলা দখলে নিবো। প্রকৌশল ও প্রযুক্তির শিক্ষার্থীরা শাহবাগে বসলে, আমরা ডিপ্লোমা শিক্ষার্থী-ইঞ্জিনিয়াররা তাদের চারপাশ ঘেরাও করে ফেলবো। প্রয়োজনে অসহিষ্ণু হরতাল-অবরোধ কর্মসূচি পালন করবো। .
.
এদিকে মানববন্ধন পরবর্তী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়ন ডিপ্লোমা শিক্ষার্থী- ইঞ্জিনিয়ারদের সংগঠনটি। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: