• ঢাকা
  • সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ: ইসি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৭ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:১৬ পিএম;
৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ: ইসি
৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ: ইসি

সারা দেশে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানের মোট সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। .

ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বাতিলের বিষয়টি নিয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘সকাল থেকে ছিল তিনটি। পরে আরও চারটি কেন্দ্রে নিয়ে মোট সাতটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে এবং জালভোট বা জালভোট প্রদানে সহায়তা করার কারণে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি বা দণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আছেন এবং যারা জালভোট দিতে গেছেন তারাও আছেন।’ .

সারা দেশে বিভাগগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিকেল তিনটা পর্যন্ত গড় ভোট পড়েছে ২৭ ভাগ। বিষয়টি উল্লেখ ইসি সচিব বলেন, ‘ (তিনটার সময়) আমাদের গড় ভোট কাস্টিংয়ের পরিমাণ ছিল ২৬ দশমিক ৩৭ শতাংশ। এখন যেহেতু একটু বেড়েছে আমরা ২৭ শতাংশ প্লাস বলতে পারি।’ .

 ইসি জাহাংগীর আলম বলেন, ছোটখাটো ৩০-৩৫ জায়গায় ভোটকেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও আমাদের পুলিশ অফিসারের গাড়িতে ইট মেরে গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এ ছাড়া দুজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালনকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। একজন গতরাতে, আরেক আজ মারা গেছেন।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ