• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

৪ দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:০৫ পিএম;
৪ দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
৪ দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় বিশেষ বিমানে ঢাকা থেকে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান।.

সফরসঙ্গীর তালিকায় থাকলেও শেষ মুহূর্তে বাদ পড়েন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ‘অসুস্থতার’ কারণে তিনি সফরে যোগ দিতে পারেননি বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।.

বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে আইটিসি মৌর্য হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরে প্রধানমন্ত্রী যাবেন নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ পরিদর্শনে।  পরিদর্শন শেষে হোটেলে ফিরলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন গৌতম আদানি। পরে রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত নৈশভোজে যোগ দেবেন তিনি।.

পরদিন মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনারের মধ্য দিয়ে শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর রাজঘাটে গিয়ে মাহাত্মা গান্ধীর সমাধিস্থলে তার প্রতি শ্রদ্ধা জানাবেন। .

পরে হায়দরাবাদ হাউজে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে দুই দেশের প্রধানমন্ত্রী প্রথমে করবেন রুদ্ধদ্বার বৈঠক, পরে করবেন একান্ত বৈঠক এবং শেষ দুই দেশের প্রতিনিধিদলসহ হবে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক। হবে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর এবং যৌথ ইশতেহার ঘোষণা। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে ভারতের উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধনখড় এবং পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। .

বুধবার সকালে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়িক প্রতিনিধিদের অংশগ্রহণে ব্যবসায়িক ফোরামে অংশ নেবেন। বিকালে তিনি মহান মুক্তিযুদ্ধে যেসব ভারতীয় সেনাসদস্য শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের মধ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপ’ বৃত্তি তুলে দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ সেপ্টেম্বর রাজস্থানে যাবেন। তিনি সেখানে আজমির শরিফ দরগায় মাজার জিয়ারত শেষে বিকালে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ