• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হবিগঞ্জে শহীদ মিনারে উপরের জুতা পায়ে, করা হচ্ছে টিকটক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২২ এএম;
হবিগঞ্জে শহীদ মিনারে উপরের জুতা পায়ে, করা হচ্ছে টিকটক
হবিগঞ্জে শহীদ মিনারে উপরের জুতা পায়ে, করা হচ্ছে টিকটক

যার ফলে এর মর্যাদা নষ্টসহ ভাষা সৈনিকদের অসম্মান করা হচ্ছে। হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারটির তদারকি না করায় এতে জুতা পায়ে উঠছেন  অনেক নারী পুরুষেরা। পাশেই রয়েছে বঙ্গবন্ধুর ম্যুারাল। এটিও এমন অবস্থাতেই রয়েছে। শুধু তাই নয়, অফিস টাইমে আদালতে আসা দর্শনার্থীসহ বিকাল বেলা অবসর সময় কাটাতে আসা আগতরা অনেকেই এখানে টিকটক করছেন। এতে করে ভাষা শহীদদের প্রতি অসম্মান করা হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।.

জানা যায়, সাবেক জেলা প্রশাসক ইশরাত জাহানের সময়ে ভাষা সৈনিকদের সম্মানে জেলা প্রশাসকের পশ্চিমপাশে পুকুরপাড়ে নির্মিত হয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুারালটি। গত ২১ ফেব্রুয়ারি এখানে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে পুস্পস্তবক অর্পন করা হয়। কিন্তু এরপর থেকে শহীদ মিনারটি বলতে গেলে অরক্ষিত হয়ে পড়েছে। নিরাপত্তা বা দেখভালে কোনো লোক না থাকায় এমনটা হচ্ছে বলে মনে করছেন অনেকে। এছাড়াও শহীদ মিনারের পাশে একটি হোটেল থাকায় শহিদ মিনারে বসে চা পানসহ নাস্তা করতে দেখে গেছে অনেককে। যে কারণে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে পবিত্র ওই স্থানটিতে।.

আদালতে আসা বিচারপ্রার্থীসহ সাধারণ জনগণের অধিকাংশ জুতা পা দিয়েই সেখানে বসে গল্পগুজবসহ আড্ডায় মেতে থাকেন। কেউ কেউ লুডুসহ বিভিন্ন খেলা খেলে সময় কাটান। এ ছাড়া বিকাল বেলা শহরের এক শ্রেণির উঠতি বয়সী যুবক-যুবতীরা এখানে এসে বিনোদনের নামে টিকটক করে। তারাই বেশিরভাগ বুঝেই হউক, না বুঝেই হউক, জুতা পা দিয়ে উঠে। এমন পরিস্থিতিতে শহীদ মিনারটি তদরকির দাবি জানিয়েছেন সুশীল সমাজ ও মুক্তিযোদ্ধারা।. .

ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আাহমেদ, হবিগঞ্জ।

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ