• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হবিগঞ্জ সদর হাসপাতালের সামন প্রধান সড়কে অবৈধ ফলের দোকান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৫৯ এএম;
হবিগঞ্জ সদর হাসপাতালের সামন প্রধান সড়কে অবৈধ ফলের দোকান
হবিগঞ্জ সদর হাসপাতালের সামন প্রধান সড়কে অবৈধ ফলের দোকান

মো: উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:-হবিগঞ্জ সদর হাসপাতালের প্রধান ফটক মেইন রোডসহ থানার আশেপাশে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। তাদের কেউ কেউ অভিযোগ করে বলছেন পুলিশকে মোটা অংকের টাকা দিয়ে এসব দোকানপাট থেকে পুলিশের নাম ভাঙ্গিয়ে মাসিক কমিশনে কতিপয় ব্যক্তি তাদের বসার সুযোগ করে দিচ্ছে।.

ছাড়া থানার পাশে গোলচত্ত¡রের দুই পাশে অবৈধভাবে ফলের দোকান বসে। কোনো মন্ত্রি-মিনিস্টার কিংবা উচ্চপদের কেউ এলে সরিয়ে দেয়া হয়। আবার চলে গেলে আগের অবস্থায় ফিরে আসে। তবে অনেক ফল ব্যবসায়ীরা জানান, একটি মহলকে কমিশন দিতে হয়। তবে কে নেয় নাম বলতে রাজি হননি তারা।.

অনেকেই প্রশ্ন তুলেছেন তাদের খুটির জোর কোথায়? সকালে উচ্ছেদ করলে বিকালেই বসে যায়। ছাড়া এসব ফলের দোকানে গ্রামগঞ্জ থেকে আসা চিকিৎসা নিতে রোগীদের কাছ থেকে দ্বিগুণ দাম আদায় করছে। .

এতে করে একদিকে যানজট সৃস্টি হচ্ছে। অন্যদিকে রাতের বেলা এসব দোকানে অপরাধীদের আড্ডা থাকায় চুরি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। পৌরসভা থেকে বারবার তাদের উচ্ছেদ করার পরও তাদের দমন করা যাচ্ছে না।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ