• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

স্বাস্থ্যসেবায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:০২ পিএম;
স্বাস্থ্যসেবায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
স্বাস্থ্যসেবায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে পিছিয়ে পড়া দেশগুলোর সহযোগিতায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।.

আজ বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘অ্যাকসিলারেটিং ইউনিভার্সাল হেলথ কভারেজ টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক একটি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।.

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি আমাদের ইউভার্সাল হেলথ কেয়ারের যে বিষয়টি, ধনী দেশগুলোকে তাদের যায়গা থেকে আরও এগিযে আসতে হবে। এই ক্ষেত্রে তাদের ফান্ড (অর্থায়ন) দিতে হবে। ’.

তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবায় বহু দেশ এখনো পিছিয়ে আছে। তাদের সহযোগিতা করা প্রয়োজন। আমাদের যে অভিজ্ঞতা সেটাও আমরা সবার সঙ্গে শেয়ার করতে প্রস্তুত আছি।’.

ধনী দেশগুলোকে আরও বেশি আর্থিক সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘একটা ভালো ফান্ড তৈরি করে যে সমস্ত এলাকায় এখনো স্বাস্থ্যসেবার দিক দিয়ে খুব বেশি উন্নতি করতে পারেনি। তাদের স্বাস্থ্য ও পুষ্টি খাতে সহযোগিতা করা উচিত। কারণ স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। ’.

.

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ