• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

স্বাস্থ্য সেবায় চীন - বাংলাদেশ একসাথে এগিয়ে যেতে চায়।


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:০৪ পিএম;
স্বাস্থ্য সেবায় চীন - বাংলাদেশ একসাথে এগিয়ে যেতে চায়।
স্বাস্থ্য সেবায় চীন - বাংলাদেশ একসাথে এগিয়ে যেতে চায়।

২৯ নভেম্বর, বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর জনাব লিওয়েন ইউ, কার্ডিওভাসকুলার রোগের চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালের ক্যাথ ল্যাবে ডিজিটাল অবকাঠামোর পাইলট সাইট প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আয়োজিত অনুদান অনুষ্ঠানে যোগ দেন। বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ এবং কাউন্সেলর লিওয়েন ইউ এই পাইলট প্রকল্প বাস্তবায়নের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। চীনা চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী (বেইজিং লিড মেডিকেল) এর প্রতিনিধিগণ ভার্চুয়ালি অনুদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দূতাবাসের কালচারাল ডিভিশনের জনাব ল্যাং ল্যাং এবং জনাব সান কাংনিং, বিএসএমএমইউ-এর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক একেএম ফজলুর রহমান এবং বিভাগের অন্যান্য অধ্যাপকগণ অনুদান ও স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। .

On November 29th, Mr.Liwen Yue , Cultural Counselor of the Chinese Embassy in Bangladesh, attended the donation ceremony held at the Hospital of Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU), to support Bangladesh in establishing the Pilot Site for Digital Infrastructure for Cardiovascular Disease at the Hospital’s Cath Lab. Professor Dr. Sharfuddin Ahmed, Vice Chancellor of BSMMU and Counselor Liwen Yue signed a Memorandum of Understanding on the implementation of this pilot project. Representatives of the Chinese medical equipment supplier (Beijing Lead Medical) attended the donation ceremony virtually. Ms. Lang Lang and Mr.Sun Kangning from the Cultural Division of the Embassy, Professor AKM Fazlur Rahman, Chairman of the Department of Cardiology of BSMMU and other professors from the Department witnessed the donation and signing ceremony.. .

ডে-নাইট-নিউজ / ডাক্তার আবু কাউসার স্বপন

স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগের জনপ্রিয় সংবাদ