• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সৌদিতে আগুনে পুড়ে ৭ বাংলাদেশির মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩৭ এএম;
সৌদিতে আগুনে পুড়ে ৭ বাংলাদেশির মৃত্যু
সৌদিতে আগুনে পুড়ে ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের দাম্মামে একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন বাংলাদেশি রয়েছেন।.

এছাড়া আগুনে দগ্ধ হয়ে আরও দু’জন বাংলাদেশি কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। .

গতকাল শুক্রবার রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিমি দূরে অবস্থিত সৌদি আরবের হুফুফ শহরে এ ঘটনা ঘটে।.

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।  .

দূতাবাস কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল সৌদি আরবের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি ফার্নিচারের কারখানায় সন্ধ্যার সময় অগ্নিদুর্ঘটনা ঘটে। এতে কারখানার নয়জন কর্মী মারা গেছেন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। মরদেহগুলো হুফুফ কিং ফাহাদ মর্গে সংরক্ষণ করা হয়েছে। .

অগ্নিদুর্ঘটনা মারা যাওয়া প্রাথমিকভাবে শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন- বারেক সরদার (পাসপোর্ট নম্বর- ২২৪৭৪৩৯৮৫০), আরিফ মো. সাহাদাত (পাসপোর্ট নম্বর- ২৫৩৫১৭৬৩৩৯), মো. শাকিল প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৫০৫৩৭৮৫৬৮), রুমান প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৪৭২৪৭০৫৮৮), সাইফুল ইসলাম (পাসপোর্ট নম্বর- ২৫২৯৯২২৩২৬), মো. ফিরুজ সরদার আলী (পাসপোর্ট নম্বর- ২৪৯৩২১৭৯৬৮) ও মো. রব হোসাইন (পাসপোর্ট নম্বর-২৪৩৭৭৯৫৪২৬০)।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ