সিলেট আদালতে ইনকিলাব এর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:০৩ পিএম;
সিলেট আদালতে ইনকিলাব এর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের
বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকায় ২৭ সেপ্টেম্বর ভুল তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করায় ৫০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার এক আইনজীবী। সোমবার ২৯ সেপ্টেম্বর সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে মামলাটি দায়ের করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সিলেট জজকোর্টের আইনজীবী বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরী গ্রামের বাসিন্দা এডভোকেট শামীম আহমদ। মেট্রোপলিটন আদালতের মামলা নং ৪৮৭/২০২৫ইং।.
মামলায় ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম বাহাউদ্দীন (প্রধান অভিযুক্ত) ও বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম, তেঘরীয়া গ্রামের ৫ জন সহ মোট ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত অপি।
মামলার আরজি সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ইনকিলাব পত্রিকার ৯ নং পৃষ্ঠার ৫ নং কলামে "কোটি টাকার খাস জমি আত্মসাৎ চেষ্টা : বিশ্বনাথে উত্তেজনা " শিরোনামে একটি সংবাদ প্রকাশ পায়। বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম সংবাদটির প্রেরক। ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় পত্রিকা সম্পাদক উপজেলা প্রতিনিধি ও সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শেয়ার করার কারণে মোট ৭ জনকে অভিযুক্ত করে মানহানির মামলা দায়ের করেন, বাদী এডভোকেট শামীম আহমদ।
মামলায় শামীম আহমদ উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে মৌরসী সম্পত্তিকে সরকারের খাস খতিয়ানের ভুমি বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া এডভোকেট শামীম আহমদ কে ভুমি আত্মসাতকারী,মামলাবাজ হিসেবে চিহ্নিত করে উপস্থাপন করা হয়। মিথ্যা ও ভুল তথ্যে তার ৫০ কোটি টাকার মানহানি হয়েছে।
দায়েরকৃত মামলার ওপর অভিযুক্তরা হলেন, উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেঘরী গ্রামের মৃত জাবিদ আলীর পুত্র নুরুল হক, মৃত তজম্মুল আলীর পুত্র আঙ্গুর মিয়া, মুজিবুর রহমানের ছেলে মাসুম আহমদ, তোফায়েল আহমদ ও নুরুল হকের ছেলে আবু শহীদ কামরান।
মামলার আরজি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালত। এ বিষয়টি নিশ্চিত করেন বাদী এডভোকেট শামীম আহমদ।
.
ডে-নাইট-নিউজ /
আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: