• ঢাকা
  • বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সরাইল থানা পুলিশ কর্তৃক আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৮ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:২৩ এএম;
সরাইল থানা পুলিশ কর্তৃক আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
সরাইল থানা পুলিশ কর্তৃক আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

গতকাল ৭ অক্টোবর বিকাল ৫ ঘটিকার সময় সংবাদ পাওয়া যায় যে, সরাইল থানাধীন নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা বাজারের উত্তর পার্শ্বে রাজীব অটোরিক্সা গ্যারেজ এর সামনে পাকা রাস্তার উপর হইতে ০৩ জন চোর ০১টি অটোরিক্সা চুরি করিয়া নিয়ে যাচ্ছে।.

উক্ত সংবাদ অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমরানুল ইসলাম প্রাপ্ত হওয়ার সরাইল থানা হইতে এসআই(নিঃ)/মোঃ নুরুল করিম, এএসআই(নিঃ)/রুবেল আখন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ০৩ জন চোর (১) মোঃ রুবেল মিয়া(২৩), পিতা- আব্দুল সালাম মিয়া, সাং- শ্যামপুর( জুরু সর্দার বাড়ী), (২) মোঃ পায়েল মিয়া(২২), পিতা- মোঃ কুদ্দুস মিয়া, সাং- শ্যামপুর( পশ্চিমপাড়া), (৩) মোঃ জসিম উদ্দিন(১৮), পিতা- রতন মোল্লা, সাং- শ্যামপুর(মোল্লাবাড়ী), সর্বথানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদেরকে ০১টি অটোরিক্সাসহ আটক করে। পরবর্তীতে পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব আ.স.ম আতিকুর রহমান ও এসআই(নিঃ)/মোঃ জয়নাল আবেদীন-২ সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত চোরদের জিজ্ঞাসাবাদ করে। .

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাহারা তাহাদের চোর চক্রের অন্যান্যদের নাম-ঠিকানা প্রকাশ করে। আটককৃত চোরদের প্রদত্ত তথ্য মতে তাহাদের নিয়ে বিজয়নগর থানাধীন চান্দুরা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য (৪) মোঃ মিলন মিয়া(২৫), পিতা- মৃত দোলা মিয়া, সাং- মিরপুর চান্দুরা, (৫) মোঃ সোহেল মিয়া(৩০), পিতা- মোঃ আবু আহাম্মদ, সাং- চান্দুরা(কালিসিমা), (৬) জোস্না বেগম(৩০), স্বামী- ফারুক মিয়া, সাং- চান্দুরা(কালিসিমা), সর্বথানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদের আটক করা হয়।.

আটককৃত চোরদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তাহারা  ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকা, বিজয়নগর থানা এলাকা, আশুগঞ্জ থানা এলাকা ও সরাইল থানা এলাকায় সঙ্গবদ্ধভাবে পরস্পর যোগসাজসে অটোরিক্সা, ব্যাটারি, সিএনজি ইত্যাদি চুরি ও চোরাইরিক্সা হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াধীন।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ