• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

শোক দিবসে পতাকা অর্ধনমিত না করায় আইন কলেজ ভাংচুর


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৫ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:২৯ পিএম;
শোক দিবসে পতাকা অর্ধনমিত না করায় আইন কলেজ ভাংচুর
শোক দিবসে পতাকা অর্ধনমিত না করায় আইন কলেজ ভাংচুর

জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত না করায় ঝিনাইদহো শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয় ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। শনিবার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত কলেজে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত না করায় সকাল ১১ টার পর প্রতিষ্ঠানটিতে স্থানীয় লোকজন বিক্ষোভ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা কলেজের অফিস কক্ষ ভাংচুর করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কেউ অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে কলেজে অধ্যক্ষ জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিউর রহমান বলেন, দীর্ঘদিন কলেজটি বন্ধ রয়েছে। সেখানে একজন গার্ড নিয়োগ দেওয়া আছে। সে পতাকা টাঙ্গায়। পতাকা টাঙ্গানোর জন্য দড়ি কিনতে গেলে লোকজন ভাংচুর করে। কে বা কারা ভাংচুর করেছে তা আমি জানি না।উল্লেখ্য, ১৯৯৩ সালে শহরের বঙ্গবন্ধু সড়কে কলেজটি প্রতিষ্ঠিত হয়। সরকার অনুমোদিত এ প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।.

.

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ