কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন,লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একমাত্র মনোনয়নপ্রত্যাশী দু-বারের সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান।.
.
বুধবার সকালে কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মাইল্লা চকিদারের পুলের গোড়ার পাশে বিএনপি আয়োজিত উঠান বৈঠকে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ আসনের দুবারের সংসদ-সদস্য আশরাফ উদ্দিন নিজান প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। .
.
বৈঠকে ২৫শ অধিক সাধারণ মহিলা ভোটারসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। .
.
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সম্পাদক এম দিদার হোসেন, চরমার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি ডা.আলী আহাম্মদ, যুবদল আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী, মহিলা দল উপজেলা সভাপতি হোসনেয়ারা বাসার, স্বেচ্ছাসেবক দল সম্পাদক গিয়াসউদ্দিন মাহমুদ,ছাত্রদের সভাপতি সাজ্জাদুর রহমান সাজু প্রমুখ।.
.
আরো উপস্থিত ছিলেন মার্টিন ইউনিয়ন বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠন ছিলেন। .
. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: