• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাশিয়ার তেলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা চান ইউক্রেন প্রেসিডেন্ট


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:২৪ পিএম;
রাশিয়ার তেলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা চান ইউক্রেন প্রেসিডেন্ট
রাশিয়ার তেলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা চান ইউক্রেন প্রেসিডেন্ট

রাশিয়ার ওপর সাম্প্রতিক নানা নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার জন্য এই নিষেধাজ্ঞা পর্যাপ্ত নয় বলে উল্লেখ করেন তিনি।.

ভিডিও বার্তায় জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে আরও কঠোর নিষেধাজ্ঞা এবং রাশিয়ার তেলর উপর পুরোপুরি বয়কটের আহ্বান জানান।.

জেলেনস্কি বলেন, রাশিয়া তেল রপ্তানি থেকে এত বেশি আয় করছে যে, তারা শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে নেওয়ার প্রয়োজন মনে করছে না। ভিডিও বার্তায় তিনি আরও বলেন, রাশিয়ার ব্যাংকগুলোকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা উচিত।.

উল্লেখ্য, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। দেশটির অর্ধেকের বেশি তেল রপ্তানি হয় ইউরোপের বিভিন্ন দেশে।. .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ