• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিতে পারে: জাতিসংঘ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৩৯ এএম;
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিতে পারে: জাতিসংঘ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিতে পারে: জাতিসংঘ

ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে আগামী কয়েক মাসে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।.

গতকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এ কথা বলেন। তিনি বলেন, যুদ্ধের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে এতে দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।.

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ইউক্রেন যদি যুদ্ধ শুরুর আগের মাত্রায় রপ্তানি ফের শুরু করতে না পারে, তা হলে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, আর সেই দুর্ভিক্ষ চলবে টানা বছর চলবে।.

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এই বছর বিশ্বে খাদ্যের দাম ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। . .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ