• ঢাকা
  • রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাজবাড়ী পদ্মা নদীতে ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:২৭ পিএম;
রাজবাড়ী পদ্মা নদীতে ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি
রাজবাড়ী পদ্মা নদীতে ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে দিনদুপুরে গরু ব্যবসায়ীদের ট্রলারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে ৫০-৬০ জন গরু ব্যবসায়ী ছিলেন।.

মঙ্গলবার (২ মে) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট সংলগ্ন নদীতে এ ডাকাতি ঘটে।ট্রলারে থাকা গরু ব্যবসায়ী হেলাল উদ্দিন সরদার বলেন, মানিকগঞ্জের আরিচায় গরু বিক্রি করে ট্রলারযোগে ৫০-৬০ জন ব্যাপারী দৌলতদিয়া ঘাটে আসছিলেন। ৬ নম্বর ফেরিঘাট থেকে প্রায় দেড়শ গজ দূরে থাকতে একটি বড় স্পিডবোটে ১৫-২০ জন এসে ট্রলারের গতিরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাপারীদের মারধর শুরু করে তারা। ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা নিয়ে নেয় তারা।.

হেলাল আরও বলেন, টাকা দিতে না চাওয়ায় কয়েকজনকে মারধরও করেছে। অধিকাংশ ডাকাতের মুখ বাঁধা ছিল। সবার কাছে কম বেশি টাকা ছিল। ডাকাতরা আমার কাছ থেকে ৩ লাখ ৪৫ হাজার, মোশারফ হোসেন ব্যাপারী থেকে দেড় লাখ, মুনতাজ ব্যাপারীর থেকে ১ লাখ ৪২ হাজার নিয়েছে। এছাড়া ট্রলারে থাকা অপর ব্যাপারীদের কাছ থেকেও টাকা লুটে নেয় ডাকাতরা।গোয়ালন্দ ঘাট থানার স্বপন কুমার মজুমদার ডাকাতি সংগঠিত হবার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করে বলতে পারছেন না।. .

ডে-নাইট-নিউজ / আল-আমিন খোকন, রাজবাড়ী প্রতিনিধি :

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ