• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মিয়ানমারের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:১৫ পিএম;
মিয়ানমারের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ
মিয়ানমারের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ

বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না বরং সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির ব্যাপারে শান্তিপূর্ণ সমাধান করতে চায়। আজ রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।.

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের ওয়ালিডং পাহাড়ে বেশকিছুদিন ধরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ ও গোলাগুলি চলছে। মিয়ানমার থেকে ছোড়া গুলি এরই মধ্যে কয়েকবার বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে।.

এ বিষয়ে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কী জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘আমরা তো যুদ্ধ করতে চাচ্ছি না। আমরা শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করবো।’.

এদিকে, পিবিআই প্রধানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, অভিযোগ উঠেছে, সেটা তদন্ত হবে, এর বাইরে আমরা কিছু করতে পারবো না।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ