ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:০০ পিএম;
মারা গেছেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার ইমরান
ক্যান্সারের কাছে হেরে গেলেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রধান প্রতিবেদক আতাউর রহমান ইনরান। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৩৭) বছর।.
ইমরান দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম লিয়াকত ও লাখাই উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম ফয়েজুন নেছার একমাত্র পুত্র।.
তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। আতাউর রহমান ইমরান দৈনিক আমার হবিগঞ্জ ছাড়াও জাতীয় দৈনিক খোলা কাগজসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।.
.
আপনার মতামত লিখুন: