• ঢাকা
  • সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কবি কাজী রোজী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২০ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:০১ এএম;
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কবি কাজী রোজী
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কবি কাজী রোজী

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন একুশে পদকপ্রাপ্ত কবি ও রাজনীতিবিদ কাজী রোজী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তিনি মারা যান।.

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কাজী রোজীর মেয়ে সুমী সিকান্দার।.

তিনি জানান, রোববার কাজী রোজীর মরদেহ হাসপাতাল থেকে তার সেগুনবাগিচার বাসায় নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তাকে মিরপুরে দাফন করা হতে পারে।.

কবি কাজী রোজী ১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও এমএ ডিগ্রি অর্জন করেন। পরে সরকারি চাকরি করেছেন। ২০০৭ সালে তথ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে অবসর নেন।.

কাজী রোজী ১৯৬০ সালের দশকে কবিতা লেখা শুরু করেন। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পান।.

.

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ