
মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীচরের মিধাকান্দি গ্ৰামে বসবাস করে এই মাদক কারবারি মহিলা। সরেজমিনে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়। মাদক ব্যবসায়ী রেভার পিতা তোতা মিয়া দীর্ঘ দিন মাদক কারবারি ছিলেন।.
বর্তমানে মাদক কারবারি তোতা মিয়ার মেয়ে রেভা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। রেভার ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে নারাজ। মাদক নেশাগ্রস্ত হয়ে অনেক ছাত্র যুবক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে দিনদিন এজেন দেখার কেউ নেই। এলাকার শিক্ষিত সচেতন মানুষেরা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জান মালের নিরাপত্তার অতন্দ্র প্রহরী পুলিশ। .
আমরা থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছি। অত্র এলাকার ছাত্র যুব সমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছায়া তদন্তের মাধ্যমে প্রকৃত মাদক কারবারি মহিলা রেভাকে গ্ৰেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হোক।. .
ডে-নাইট-নিউজ / নওয়াব মাদবর:
আপনার মতামত লিখুন: