• ঢাকা
  • সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার : গভর্নর


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৯ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:০৪ পিএম;
বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার : গভর্নর
বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছেন বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভের পরিমাণ এখন ২৬ বিলিয়ন ডলার। তিনি বলেন, রিজার্ভ আমরা গ্রস দেখাই। কিন্তু নেট দেখাতে বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।.

আজ বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গ্রস ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। এর থেকে ৮ বিলিয়ন ডলার বাদ দিলে যা থাকে সেটিই হচ্ছে নেট রিজার্ভের পরিমাণ।.

বাংলাদেশ আইএমএফ এর ঋণ পাচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নিজেদের জন্যই সংস্থাটির দেয়া শর্ত বাস্তবায়ন দরকার। আমরা যেভাবে চেয়েছিলাম, আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। আইএমএফের ঋণ আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ।.

আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী ৩ মাসের মধ্যে ঋণ অনুমোদন করবে আইএমএফ। ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার। যা সাত কিস্তিতে ২০২৬ সাল পর্যন্ত আসবে। প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। বাকি ঋণ প্রতি ছয় মাস অন্তর অন্তর ৬৬০ মিলিয়ন এসডিআর হিসেবে ৬টি সমান কিস্তিতে ২০২৬ সালের মধ্যে পাওয়া যাবে।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ