• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন নির্বাচনে নয়ন এগিয়ে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২১ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৩৭ পিএম;
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন নির্বাচনে নয়ন এগিয়ে
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন নির্বাচনে নয়ন এগিয়ে

দীর্ঘ আট বছর পর বেনাপোল সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচন আগামী ৩০শে মে অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে বেনাপোলে বন্দর এলাকা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনে মোট ভোটার সংখ্যা ৭২৪ জন।

দুটি প্যানেলে বিভক্ত হয়ে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। ছাতা মার্কা নিয়ে  বর্তমান সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজনের নের্তত্বে সজন -ভারত-ফজলু ঐক্য পরিষদ। আনারস মার্কা নিয়ে শামসুর রহমান-মধু-লতা সমমনা সম্মিলিত সমন্ময় পরিষদ।
সজন-ভারত-ফজলু ঐক্য পরিষদের বন্দর বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মেসার্স তরঙ্গ এন্টার প্রাইজের সত্বাধিকারী মোঃ শরিফুল আলম নয়ন প্রচার প্রচারণায়  অনেকটা এগিয়ে রয়েছেন। সদাহাস্যজ্বল,  অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বন্দর সম্পাদক পদপ্রার্থী শরিফুল ইসলাম নয়ন বলেন, সাধারণ ভোটাররা এবার পরিবর্তনের পক্ষে। আমারা সম্প্রতি ঢাকা ও চট্রগ্রামের ভোটাদের সাথে মতবিনিময় করছি সবারই একই বক্তব্য। তারা পরিবর্তন চাই। দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী  সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে নিজেদের ব্যাক্তিগত সম্পতি মনে করে আসছিল। ৩বছরে'র জন্য নির্বাচিত হয়ে  সাধারণ ভোটারদের ভোটের অধিকার কেড়ে নিয়ে দীর্ঘ ৮বছর এ্যাসোসিয়েশন কে দখল করে রেখেছে। আমরা নতুন'রা দীর্ঘদিন ভোটের জন্য আন্দোলন করে আসছি। অবশেষে আগামী ৩০মে  এ্যাসোসিয়েশনের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল ভোটার কাছে আমার আবেদন আপনারা আগামী ৩০মে ভোট কেন্দ্রে আসুন পরিবর্তনের লক্ষে সজন-ভারত-ফজলু পরিষদে ছাতা মার্কায় ভোট দিয়ে সাধারণ ভোটাদের অধিকার রক্ষা ও বেনাপোল কাস্টমসে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমাদের পাশে থাকুন।.

.

ডে-নাইট-নিউজ / শার্শা উপজেলা প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ