• ঢাকা
  • মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথের দুই আওয়ামীলীগ নেতা কারাগারে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৮ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৩০ পিএম;
বিশ্বনাথের দুই আওয়ামীলীগ নেতা কারাগারে
বিশ্বনাথের দুই আওয়ামীলীগ নেতা কারাগারে
 
 
বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের পৃথক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করা বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। 
 
 
জামিন নামঞ্জুর হওয়া দুই আওয়ামী লীগ নেতা হলেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, উপজেলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফজর আলী।
 
 
সোমবার (১৮ আগস্ট) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সিরাজুল ইসলাম সিরাজ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ফজর আলী হাজির হয়ে জামিনের আবেদন করেন। সিরাজুল ইসলাম সিরাজের বিরুদ্ধে থাকা মামলা নং বিশ্বনাথ সিআর মামলা নাম্বার ৭৬/২০২৪ইং এবং ফজর আলীর বিরুদ্ধে থাকা মামলা নং জিআর মামলা নাম্বার ৮২/২০২৫ইং।
 
 
শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক ধ্রুব জ্যোতি পাল এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক কাজী মোঃ আবু জাফর বাদল ওই দু’জনের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।
 
 
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের দুই নেতা সিরাজুল ইসলাম সিরাজ ও ফজর আলীর জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন মর্মে সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত পক্ষের আইনজীবি অ্যাডভোকেট নাইমা শাহ।
.

ডে-নাইট-নিউজ /

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ