• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে বিভিন্ন স্কুলে বই উৎসব পালন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০১ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:৩৬ পিএম;
বিশ্বনাথে বিভিন্ন স্কুলে বই উৎসব পালন
বিশ্বনাথে বিভিন্ন স্কুলে বই উৎসব পালন

বিশ্বনাথ প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও নতুন বছরের প্রথম দিনে কেন্দ্রীয়ভাবে বই বিতরণ উৎসব করছে প্রাথমিক  গণশিক্ষা মন্ত্রণালয়। রেওয়াজ অনুযায়ী ৩১ শে ডিসেম্বর রবিবার  প্রাক-প্রাথমিকপ্রাথমিক  মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।.

এরই  ধারাবাহিকতায় আজ ১লা জানুয়ারী ২০২৪ইং  সোমবার বিশ্বনাথ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে বই উৎসব পালন করেছে।.

উপজেলার লামাকাজী, খাজাঞ্চী, অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ও দশঘর ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বই উৎসব পালনের খবর পাওয়া গেছে। বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসব উদযাপনের মধ্যে রয়েছে উপজেলার রামসুন্দর অগ্রগামী, উত্তর বিশ্বনাথ, রাগীব রাবেয়া,, আল আজম, চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দিগ্রাম, তেলিকোনা, চন্দ্রগ্রাম, জয়নগর, বন্ধুয়া সরকারী স্কুল সহ একাধিক স্কুলে নতুন বই বিতরন করা হয়৷.

 .

বই বিতরণে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, স্কুল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।.

.

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ