
সিলেটের বিশ্বনাথে আর্তমানবতার সেবায় নিয়োজিত সিলেট ডেভেলাপমেন্ট ও ওয়েলফেয়ার কাউন্সিল ইউ,কে'র উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।.
৮ আগস্ট সোমবার দুপুরে উপজেলার খাজাঞ্চী রেলওয়ে ষ্টেশন বাজারে ইউনিয়নের বন্যা দূর্গত ৭০ টি পরিবারের মধ্যে এ নগদ অর্থ বিতরণ করা হয়। খাজাঞ্চি ইউনিয়ন তাবলীগ জামাতের আমীর জামাল আহমদের সভাপতিত্বে ও সংগঠক রফিক আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সেন্ট্রাল ট্রেজারায় জি এস সি ইউকে সালেহ আহমদ।.
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যক্তিত্ব কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, জয়েন্ট সেন্ট্রাল ট্রেজারার জি এস সি আবুল কালাম,জিএস সি সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আহসান হাবীব, জয়েন্ট ট্রেজারার আবুল কালাম, কলামিস্ট জিবলু রহমান, সাংগঠনিক সম্পাদক জি এস সি সিলেট চ্যাপ্টার মোঃ নজরুল ইসলাম, ডাঃ গিয়াস উদ্দিন সোহাগ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, বাদশা আলম, আবদুল কাদির প্রমূখ।. .
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান
আপনার মতামত লিখুন: