• ঢাকা
  • শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিপথে বর্তমান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১১:০১ এএম;
বিপথে বর্তমান
বিপথে বর্তমান

বিপথে বর্তমান.

(গদ্য কাব্য).

মুহাম্মদ সায়েস্তা মিয়া।.

সবুজ গালিছার মুক্ত নিঃশ্বাসে বিষের প্রবেশ।.

শীর্ণ পাজরদেহ এলোমেলো, বিস্ময়ে আনমনা।.

অভিযোগহীন বেঁচে থাকা নিরেট অলিক।.

রাক্ষুসে মৃত্যুকে প্ররখ প্রত্যক্ষ আনন্দের।.

দিন যায়, দিন যাচ্ছে, দিন যাবেই, চলমান।.

 .

পাজেরোর চাকায় কড়কড়ে চুরমার বক্ষ।.

হঠাৎ শয়তানের বিশ্রি আওয়াজের হুইসেল।.

কর্ণের ক্ষত কবে সুস্থ হবে বলো?.

আধুনিক সভ্যতায় বিচার নিজের দখলে।.

কাঁদছে সত্য, কাঁদছে মানবতা কারাগারে।.

 .

সমর সম্মুখ, শাণিত তরবারী, ঘোড়ার পদধ্বনি.

উৎরিয়ে জয় আকাশ, জয় মরুদিগন্ত, ভীনগ্রহ.

জয় জীবন্ত দাপনের, জয় পৈতৃক মসনদ উৎখাতের।.

 .

টুটো জামাহীন, অন্নহীন, বস্ত্রহীন, ঘুমহীন।.

মুহুর্মুহু বোমার নীচে ঠায় দাঁড়িয়ে আবাল বৃদ্ধ।.

টল টল জল চোখে, আকাশে হাত বাড়িয়ে।.

 .

স্নিগ্ধ শিশির সকালটা কাঁটাতারে ঝুলে বেয়েনেটে।.

কতো জোর কতো ক্ষমতা, কতো মিথ্যা প্রতিশ্রুতি।.

বন্ধুত্ব চুষে খাবে, নিজেই পাবে, নাহি দেবে !.

বিমুর্ষ খুকো কুকুরের সাথে খাবে, কুড়িয়ে নেবে।.

বড়লোক থেকে দৃষ্টি ফিরিয়ে চোখ উপড়িয়ে ফেলার ভয়ে।.

 .

আমাদের রক্তে বেঈমানি ভয়ানক, বর্তমান বিপথে।.

আউলা, বাউলারা শব্দের স্রষ্টা, সত্য খুঁজে।.

অঝরে প্রেমের স্রোতে প্লাবিত করে নির্যাযিত পৃষ্ঠকে।.

কম্পন, ঝাকুনি, জ্বালানি দেয় স্তবক কবিতার ছন্দে।.

.

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ