• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বঙ্গমাতা তুমি মহিয়সী নারী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৮ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৬:৩৯ পিএম;
বঙ্গমাতা তুমি মহিয়সী নারী
বঙ্গমাতা তুমি মহিয়সী নারী

কবিতা : বঙ্গমাতা তুমি মহিয়সী নারী .

কলমে : বেবী বড়ুয়া.

হে বঙ্গ জননী.

তোমায় জানাই সালাম.

তুমি বঙ্গমাতা,.

তুমি নারীর অহংকার.

মহিয়সী নারী তুমি,.

তুমিই স্বপ্ন সারথি.

তোমায় জানাই শ্রদ্ধান্জলী।.

বঙ্গবন্ধুর যোগ্য সহধর্মিণী.

তুমি ছিলে জীবন সাথী হয়ে.

সুখে দুঃখে কতোনা যাতনা.

সয়েছো মুখ বুঝে।.

কখনো তুমি দিয়েছো.

সান্তনা কখনো কেঁদেছো মুখ লুকিয়ে.

কখনো ছুটেছো রাতের আঁধারে.

রাস্তার ধারে পড়ে থাকা.

সে অসহায় মানুষের কাছে.

কখনো আবার জেল খানাতে.

প্রিয়জনের সন্নিকটে।.

ভুলিনি আমরা এ দেশ গড়ায়.

তোমার রয়েছে কতো অকৃতিম অবদান.

দুঃসময়ে তুমি জাগাতে আশার আলো,.

দিতে দিক নির্দেশনা।.

বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে.

তুমি ধরেছিলে এ সংগঠনের হাল,.

তোমার ছত্রছায়ায় ছিলেন তখন,.

সকল মানুষের প্রাণ.

তুমি ছিলে শক্তি,.

তুমি অনুপ্রেরণা.

তোমায় ছাড়া পেত না.

কেউ কোন শান্তনা।. .

ডে-নাইট-নিউজ / বেবী বড়ুয়া

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ