• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বগুড়ায় যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩৮ এএম;
বগুড়ায় যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
বগুড়ায় যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার সদর উপজেলা থেকে যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হুদা (৭২) নামে এক আসামিকে আটক করেছেন র‌্যাব-১২ সদস্যরা।.

গতকাল সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।.

নাজমুল হুদা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। তবে তিনি গাজীপুরের টঙ্গীর কাজীপাড়া রোড ধরতৈল পশ্চিম পাড়া এলাকায় বসবাস করছিলেন।.

জানা যায়, ২০১৭ সালের ২২ নভেম্বর নাজমুল হুদাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর তিনিসহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয়। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনীর সহযোগী রাজাকার বাহিনীর সদস্য হিসেবে অপহরণ, খুন, নারী ধর্ষণ ও অন্যান্য মানবতা বিরোধী কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।.

র‌্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন বগুড়া শহরের খান্দার এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে আছেন তিনি। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ ও ২ এর যৌথ একটি টিমের অভিযানে তাকে আটক করা হয়।.

.

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ